ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না তাদের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫

দুর্ঘটনা কবলিত বাস। ছবি: সংগৃহীত
ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরা হলো না তাদের। ভারতের মধ্যপ্রদেশের মহাসড়কেই প্রাণ দিতে হয়েছে তাদের।
ভারতের মধ্যপ্রদেশে সাতনা জেলায় গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সাতনা জেলায় ধর্মীয় অনুষ্ঠান ‘কোল মহাকুম্ভ’ শেষে কয়েকটি বাসে ফিরছিলেন তারা। এসময় মোহানিয়া টানেলের কাছে যাত্রা বিরতি দিলে পেছন থেকে ৩টি বাসে ধাক্কা মারে একটি ট্রাক।
পুলিশ জানায়, ট্রাকটির টায়ার বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।
এক টুইট বার্তায় এ ঘটনায় শোক জানিয়ে আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।