Logo
×

Follow Us

আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়াল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৮:২৪

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়াল

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে কবলিত আবাসিক ভবন। ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পের ক্ষত কাটিয়ে উঠতে আরও লম্বা সময় লাগবে তুরস্ক-সিরিয়ার। দেশ দুটিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা এখনো বেড়ে চলেছে। অবকাঠামোগত ক্ষতি কয়েক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (২ মার্চ) পর্যন্ত দেশ দুটিতে নিহতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৩৪৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তুরস্কে নিহতের সংখ্যা ৪৫ হাজার ৮৯ এবং সিরিয়ায় ৭ হাজার ২৫৯ জন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, প্রথম ভূমিকম্পের পর দেশটিতে ১১ হাজারের বেশি আফটারশক হয়েছে। দেড় লাখেরও বেশি ভবন ধসে পড়েছে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে আড়াই কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।

তুরস্ক সরকার জানিয়েছে, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় মার্চের প্রথম দিকে ৩ লাখের বেশি বাড়ি নির্মাণ শুরু করবে।  শুধুমাত্র তুরস্কেই নিহত হয়েছেন ৪৪ হাজার ২১৮ জন। সিরিয়ায় মারা গেছে ৫ হাজার ৯১৪ জন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারির সাত দশমিক আট মাত্রার প্রথম ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় আঘাত হানে। তার কিছুক্ষণ পরেই সাত দশমিক ছয় মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। পরিমাপ করা হয়েছিল।

১৯৩৯ সালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে প্রায় ৩৩ হাজার মানুষ নিহত হন। তবে সর্বশেষ ভূমিকম্পটিকে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে অভিহিত করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫