Logo
×

Follow Us

আন্তর্জাতিক

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি, নিহত ১৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৮:৩০

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি, নিহত ১৪

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ডুবে যাওয়া নৌকা উদ্ধারকাজ চলছে। ছবি: সংগৃহীত

অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আর ৫৪ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল।

গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) রাতেেএ নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তিউনিশিয়ার উপকূলরক্ষী বাহিনী।

আজ শুক্রবার (১০ মার্চ) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তিউনিশিয়ার উপকূলরক্ষী বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে উপকূলরক্ষী বাহিনীর একটি দল ডুবে যাওয়া নৌকা থেকে ৫৪ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত ও ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে। যাত্রীরা আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক।

উল্লেখ্য, সম্প্রতি তিউনিশিয়া এবং লিবিয়া হয়ে ইতালিগামী অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পৌঁছানোর চেষ্টায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হন।

ভূমধ্যসাগরীয় এই পথকে সবচেয়ে মারাত্মক রুট হিসাবে চিহ্নিত করা হয়েছে। ২০১৪ সাল থেকে এই পথে অন্তত ২৫ হাজার মানুষ নিহত অথবা নিখোঁজ হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫