
দুর্যোগকবলিত অঞ্চল। ছবি: সংগৃহীত
ব্রাজিলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন আরও অনেকে।
গতকাল সোমবার (১৩ মার্চ) দেশটির মানাউস শহরে এ ভূমিধস হয়।
দেশটির সংশ্লিষ্ট এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মানাউস শহরে এ ভূমিধস হয়। দুর্যোগের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে অ্যামাজন সংলগ্ন এলাকাটিতে।
স্থানীয়রা জানিয়েছে, গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে এ ভূমিধস হয়ে থাকতে পারে। বেশকিছু ঘরবাড়িসহ বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট।
এদিকে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে উদ্ধারকারীদের। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চলছে এখনো। শহরের অনেক বাড়িঘর ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।