Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যেকোনো মূল্য দিতে প্রস্তুত আছি: রাহুল

Icon

 অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ২২:৪৫

যেকোনো মূল্য দিতে প্রস্তুত আছি: রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের পার্লামেন্টে সদস্য পদ হারানোর  পর এক প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, আমি ভারতের মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করে এসেছি। এ জন্য আমি যেকোনো মূল্য দিতে প্রস্তুত।

আজ শুক্রবার (২৪ মার্চ) এক টুইট বার্তায় এসব কথা বলেন তিনি। খবর এনডিটিভির 

এর আগে, দুপুরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভায় অযোগ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে লোকসভা সচিবালয়।

জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির মামলায় গত বৃহস্পতিবার গুজরাটের সুরাটের একটি আদালতে ৫২ বছর বয়সী রাহুল দোষী সাব্যস্ত হন।

তাকে ২ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে আদালত রাহুলকে ৩০ দিনের জামিন এবং আপিল করার সুযোগ দেন। এরপর শুক্রবার দুপুরে রাহুলকে অযোগ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে লোকসভা সচিবালয়।

এদিকে কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণায় ভারতজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫