এক বছরে পশ্চিমবঙ্গে মদের দাহিদা বেড়েছে ২০ শতাংশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১০:০২

প্রতীকী ছবি
মদ বেচে হাসি ফুটেছে পশ্চিমবঙ্গের আবগারি কর্মকর্তাদের মুখে। মদ বিক্রিতে রেকর্ড গড়েছে তারা। পাশাপাশি বিয়ার বিক্রিও বেড়েছে দ্বিগুণ। গত অর্থবছরে শুধুমাত্র মদ বিক্রি করেই ২২,০০০ কোটি টাকা ঢুকেছে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে (২০২২-২৩ অর্থবছর) পশ্চিমবঙ্গে ২২,০০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা ২০২১-২২ অর্থবছরে ১৮,০০০ কোটি টাকা ছিল। সবমিলিয়ে আবগারি থেকে ১৬,২৭২ কোটি টাকা লাভ হয়েছে রাজ্যের। ২০২১-২২ অর্থবছর থেকে ২০ শতাংশ বেশি (১৩,৫৪৩ কোটি টাকা)।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে লাফিয়ে-লাফিয়ে আবগারি খাতে লাভের পরিমাণ বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছরে যেখানে আবগারি বাবদ (মদ বিক্রি করে) লাভ হয়েছিল ৩,৫৮৭ কোটি টাকা। যা ২০২১-২২ অর্থবছরে চারগুণের বেশি হয়ে গেছে বলে পশ্চিমবঙ্গ সরকারের তরফে দাবি করা হয়েছে।
এরইমধ্যে ২০২২-২৩ অর্থবছরে যে অঙ্কের বিয়ার বিক্রি হয়েছে, তাতে হাসি ফুটেছে আবগারি কর্তাদের মুখে। গত অর্থবছরে ৪,০০০ কোটি টাকার বিয়ার বিক্রি হয়েছে। যা ২০২১-২২ অর্থবছরে ১,৭০০ কোটি টাকা থেকে ১,৮০০ কোটি টাকার মধ্যে ছিল। সার্বিকভাবে ২০২১-২২ অর্থবছরে যেখানে মোট মদ বিক্রির নিরিখে ৯ শতাংশ বিয়ার বিক্রি হয়েছিল, গত অর্থবছরে তা ১৮ শতাংশে ঠেকেছিল।
আবগারি কর্তারা দাবি করেছেন, বেশি মদ পান করে যাতে কারও ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। এমনকী দেশী মদের গুণগত মান বাড়ানোর দিকেও নজর দেওয়া হয়েছে।