-64415fc420b25.jpg)
চাঁদ। ছবি: প্রতীকী
সৌদি আরবের আকাশে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। খবর-আরব নিউজ ও গালফ নিউজের।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার রমজান মাসের শেষ দিন। সেই হিসেবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে।
এদিকে বিশ্বের অন্তত ৮টি দেশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় তারা আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড।
প্রসঙ্গত, রমজান মাসের শেষে চাঁদ দেখা সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করে মুসলিম বিশ্ব। সৌদি আরবে ঈদের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক অঞ্চলে একইদিনে ঈদ উদযাপন করা হয়। তবে সাধারণত সেখানে ঈদের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়ে থাকে।