ইউক্রেনজুড়ে রেড অ্যালার্ট জারি, একাধিক শহরে হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৯:৫৭

ইউক্রেনজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ছবি: সংগৃহীত
ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন বাজছে, একাধিক শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সারাদেশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (২৮ এপ্রিল) ভোররাতে মধ্য ইউক্রেনের ডিনিপ্রো, ক্রেমেনচুক এবং পোলতাভাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলি অনুসারে, দক্ষিণে মাইকোলাইভের পাশাপাশি কিয়েভ এবং আশেপাশের অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কিয়েভের একজন বাসিন্দা মুঠোফোন বার্তার মাধ্যমে আল জাজিরাকে জানিয়েছেন, “বিস্ফোরণটি ভূমিকম্পের মতো অনুভূত হয়েছিল।”
ইউক্রেনের রাজধানী কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইউক্রেন রাশিয়ানদের দখলে থাকা দেশটির পূর্ব ও দক্ষিণের অঞ্চল পুনরুদ্ধারের জন্য একটি বড় পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এমন সময় এই অভিযান চালানো হয়।