Logo
×

Follow Us

আন্তর্জাতিক

করোনায় মারা গেছেন ইরানের বিপ্লবী গার্ডসের জ্যেষ্ঠ কমান্ডার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১০:৪৮

করোনায় মারা গেছেন ইরানের বিপ্লবী গার্ডসের জ্যেষ্ঠ কমান্ডার

নাসের শাবানি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইরানের বিপ্লবী গার্ডসের জ্যেষ্ঠ কমান্ডার নাসের শাবানি। 

শুক্রবার (১৩ মার্চ) আইআরজিসির মুখপাত্র রমজান শরিফ এমন তথ্য জানিয়েছে।

প্রাণঘাতী ভাইরাসটিতে এখন পর্যন্ত বিপ্লবী গার্ডসের পাঁচ সদস্য মারা গেছেন। আর সরকারি কর্মকর্তাদের মধ্যে মারা গেছেন ১৩ জন।

শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে ইরানে ৫১৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৬৪ জন।

এদিকে ইউরোপ ও আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপ দ্রুত বাড়তে থাকায় মাত্র চার দিনে আরো এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো।

আড়াই মাসে মহামারীর আকার পাওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা এক লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ভ্রমণ কড়াকড়ি আরোপ করতে থাকায় দারুণভাবে বিঘ্নিত হচ্ছে বিশ্ব যোগাযোগ। একের পর এক আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা আসছে নানা দেশ থেকে। 

বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগালস, শ্রীলঙ্কাহ আরো কয়েকটি দেশ স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন শহরে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫