Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সার্বিয়ায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ১২:৪৭

সার্বিয়ায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

গুলিবর্ষণের ঘটনার পর নিরাপত্তারক্ষীদের তল্লাশিচৌকি পার হচ্ছে একটি অ্যাম্বুলেন্স। ছবি: সিএনএন

ইউরোপের পশ্চিম বলকান অঞ্চলের দেশ সার্বিয়ার একটি গ্রামে এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৩ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ মে) রাত ১১টার দিকে সার্বিয়ার দুবোনা গ্রামে এ হামলা হয়। সন্দেহভাজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

উরোস বি, নামের ২১ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গ্যাসিক। যুবকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুদিন আগে গত বুধবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে এলোপাতাড়ি গুলিবর্ষণে আট শিশুশিক্ষার্থী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫