
শুক্রবার জাপানে ভূমিকম্পে হেলে পড়েছে একটি বাড়ি। ছবি: সংগৃহীত
পূর্ব এশিয়ার দেশ জাপানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। আজ শুক্রবার (৫ মে) সকালে দেশটির ইশিকাওয়া প্রিফেকচার ও এর আশপাশের এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। এর প্রভাবে জাপানে ভূমিধস হতে পারে বলেও জানা গেছে।
ভূমিকম্পের কারণে জাপানের জনপ্রিয় পর্যটন স্থান নাগানো এবং কানাজাওয়ার মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
এর আগে, বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। আজ শুক্রবার (৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিটে এই ভূকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরের দোহারে।