Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মানবদেহে করোনা প্রতিষেধকের পরীক্ষা শুরু আজ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:৫২

মানবদেহে করোনা প্রতিষেধকের পরীক্ষা শুরু আজ

সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস কভিড-১৯’র প্রতিষেধক মানবদেহে প্রথম পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

দেশটির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আজ সোমবার দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের কেইসার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে এই ভ্যাকসিন পরীক্ষার কার্যক্রম চালানো হবে। প্রথমে একজনকে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিনটির কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় তাও দেখা হবে।

বার্তাসংস্থা এপিকে ওই কর্মকর্তা বলেছেন, জাতীয় ইনস্টিটিউট অব হেলথ সিয়াটলে এই পরীক্ষা চালাবে। সুস্বাস্থ্যের অধিকারী ৪৫ স্বেচ্ছাসেবীর শরীরে পরীক্ষামূলকভাবে এই প্রতিষেধক ব্যবহার করা হবে।

এই প্রতিষেধকটি যদি ভালো ফল দেয় তাহলে এর চূড়ান্ত পরীক্ষা করতে আরো এক বছরের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বর্তমানে সারাবিশ্বেই ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে কাজ করে যাচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনসহ বিভিন্ন দেশে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫