Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জোট সরকারে ক্ষমতার পালাবদল থাইল্যান্ডে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ২৩:৪৫

জোট সরকারে ক্ষমতার পালাবদল থাইল্যান্ডে

মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাট। ছবি: সংগৃহীত

অবশেষে জোট সরকার গড়তে সম্মত হয়েছে থাইল্যান্ডের প্রধান দুই বিরোধী দল মুভ ফরোয়ার্ড পার্টি ও পুয়ে থাই পার্টি। দেশটিতে গত রবিবার (১৪ মে) অনুষ্ঠিত নির্বাচনে এই দুটি বিরোধী দল সবার চেয়ে এগিয়ে গেছে। আর সেনা সমর্থিত দলগুলোর ভরাডুবি হয়েছে।

রয়টার্স জানায়, মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাট আজ সোমবার (১৫ মে) ছয়টি বিরোধী দলের জোট গড়ার প্রস্তাব দিয়েছেন। প্রভাবশালী পুয়ে থাই পার্টির নেতা পের্তংতার্ন সিনাওয়াত্রা তার এই প্রস্তাবে সমর্থন দিয়েছে।

এই জোট সরকার গঠিত হলে ৪২ বছর বয়সী পিটা হবেন নতুন থাই প্রধানমন্ত্রী।

বিবিসি জানায়, এবারের নির্বাচনে আমূল সংস্কারের প্রতিশ্রুতি দেয়া বিরোধী দলগুলোর পক্ষে রায় দিয়েছে ভোটাররা। এই ভোটের মাধ্যমে থাইল্যান্ডের ভোটাররা দেশটির সামরিক বাহিনী সমর্থিত সরকারকে প্রত্যাখ্যান করেছে।

গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনের পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ আসনের মধ্যে ১৫০টিতে জিতেছে সংস্কারপন্থি মুভ ফরোয়ার্ড পার্টি। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রার নেতৃত্বাধীন পুয়ে থাই পার্টির চেয়ে ১০টি আসন বেশি পেয়েছে মুভ ফরোয়ার্ড।

পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্য নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৫০ লাখ ভোটার। ৯৫ হাজার ভোটকেন্দ্রে নেয়া হয় ভোট।

নির্বাচনের এ ফলাফলকে ‘রাজনৈতিক ভূকম্পন’ আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, এ ফলাফল জনগণের মতামতের উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতিফলন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫