Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৩, ১১:১৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৩

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে একটি গির্জার সামনে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। এছাড়া হামলাকারী যুবক পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি শহরে একটি গির্জার বাইরে এই ঘটনা ঘটে। হামলাকারীর ছোড়া গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হন। পরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

ফার্মিংটন পুলিশের মুখপাত্র শ্যানিস গঞ্জালেস রয়টার্সকে বলেন, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে সন্দেহভাজন ব্যক্তির গুলিতে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হন। হামলাকারী গির্জার বাইরে এলোমেলোভাবে পথচারীদের ওপর গুলিবর্ষণ করেন। তবে হামলার উদ্দেশ্য ঠিক কী ছিল তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা একটি নিয়মিত ঘটনা। উত্তর আমেরিকার এই দেশটিতে ২০২৩ সালে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫