Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদি আরব পৌঁছেছেন জেলেনস্কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১৮:৪১

সৌদি আরব পৌঁছেছেন জেলেনস্কি

সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

আরব লিগের সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার (১৯ মে) এক টেলিগ্রাম পোস্টে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, আমি সৌদি আরবে অবতরণ করেছি। আমি আরব লিগের সম্মেলনে বক্তব্য দেব। সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করব। এছাড়া আরও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করব।

ভলোদিমির জেলেনস্কি লিখেন, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ক্রিমিয়ার সব রাজনৈতিক বন্দিদের মুক্ত করা এবং দখলকৃত সব ভূখণ্ড ফেরত পাওয়া। অবৈধভাবে সরিয়ে নেওয়া মানুষদেরও আমরা ফিরিয়ে আনতে চাই। আমি আমাদের শান্তি পরিকল্পনা উপস্থাপন করব। এটি বাস্তবায়নে যত বেশি সম্ভব দেশের যুক্ত থাকা উচিত। এছাড়া আগামী শীতে জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তাকেও গুরুত্ব দিচ্ছি আমরা।

তিনি বলেন, আরেকটি অগ্রাধিকার হলো ইউক্রেনের মুসলিম সম্প্রদায়কে রক্ষা করা। ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীর নেতা মুস্তাফা ডিজেমিলেভ আমাদের সঙ্গে রয়েছেন। রুশ দখলের প্রথম ভুক্তভোগী ক্রিমিয়া। দখলকৃত ক্রিমিয়ায় যারা নিপীড়নের শিকার হচ্ছেন তাদের বেশিরভাগ মুসলিম।

ধারণা করা হচ্ছে, আরব লিগ সম্মেলনের পর জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে জাপানের হিরোশিমা যাবেন জেলেনস্কি। জেদ্দা থেকে হিরোশিমায় তিনি ফ্রান্সের সরকারি একটি উড়োজাহাজে ভ্রমণ করবেন।

এর আগে, গত সপ্তাহে জেলেনস্কি ইউরোপের কয়েকটি দেশ সফর করেছেন। সেসব দেশ থেকে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য অস্ত্র সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫