তেল শোধনাগারে হামলার উচিত জবাব দেবে সৌদি আরব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৭

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। ছবি: গুগল
সৌদি আরব বলেছে, সম্প্রতি দেশটির দুটি তেল শোধনাগারে হামলার উচিত জবাব দেয়া হবে। এই হামলার জন্য তারা আবারো ইরানকে দায়ী করেছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, হামলার জন্য যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো ইরানের। এই হামলার পূর্ণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
এ হামলার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ শক্তিশালী দেশটি। রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা মিত্র দেশগুলোর সাথে যোগাযোগ রাখছেন এবং পূর্ণ তদন্ত শেষ করার পর তারা যথাযথ ব্যবস্থা নেবেন। তবে কী ধরণের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
তিনি আরো বলেন, তেল ক্ষেত্রে হামলা চালানো হয়েছে উত্তর দিক থেকে এবং ইমেমেনের দিক থেকে এই হামলা চালানো হয়নি। তবে ঠিক কোন জায়গা থেকে হামলা চালানো হয়েছে সেটি সুনির্দিষ্টভাবে বলেননি সৌদি আরবের এই মন্ত্রী।
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলেছে, সৌদি আরবের তেল ক্ষেত্রে তারাই হামলা চালিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে এই হামলার কথা বারবার অস্বীকার করেছে ইরান।
সৌদি আরবে যুক্তরাষ্ট্রে বাড়তি সৈন্য পাঠানোর ঘোষণার পর ইরানের এক সিনিয়র সামরিক কর্মকর্তা বলেছেন, যেকোনো ধরণের আগ্রাসন ঠেকাতে ইরান প্রস্তুত আছে।
এর আগে ইরানের রেভ্যুলুশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালমি সতর্ক করে বলেন, ‘যেকোনো হামলা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। সীমিত হামলা হলে সেটি সীমিত আকারে থাকবে না। হামলাকারীদের সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত আমরা হামলা চালিয়ে যাব।’
১৪ সেপ্টেম্বর সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালানো হয়। আরামকোর সবচেয়ে বড় তেল পরিশোধনাগার আবকায়িক ও খুরাইস এলাকায় এ হামলার দায় স্বীকার করে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। -বিবিসি