Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জার্মানিতে বন্ধ হচ্ছে রাশিয়ার ৪টি কনস্যুলেট

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৯:১৮

জার্মানিতে বন্ধ হচ্ছে রাশিয়ার ৪টি কনস্যুলেট

জার্মানির বন, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও লিপজিগ শহরে রয়েছে রাশিয়ার কনস্যুলেট। তবে কোন চারটি বন্ধ হতে পারে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

জার্মানিতে রাশিয়ার ৫টি কনস্যুলেটের মধ্যে বন্ধ করে দেয়া হচ্ছে ৪টি। দেশটির পররাষ্ট্র বিষয়ক কার্যালয় জানায়, মস্কোয় জার্মান কর্মকর্তার সংখ্যা কমানোর পদক্ষেপের জবাবে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবর বলা হয়, একটি কনস্যুলেট জেনারেলসহ বার্লিনে রুশ দূতাবাস চালু থাকবে। চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হবে এ সিদ্ধান্ত। জার্মানির বন, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও লিপজিগ শহরে রয়েছে রাশিয়ার কনস্যুলেট। তবে কোন চারটি বন্ধ হতে পারে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বার্লিনের এ পদক্ষেপ বন্ধুসুলভ আচরণ নয়। এতে দু’দেশের সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হবে। বৈরী সম্পর্কের দায় জার্মানিকেই নিতে হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। হুঁশিয়ারি দেয়া হয় পাল্টা পদক্ষেপের।

রাশিয়ায় জার্মান সরকারের সর্বোচ্চ সাড়ে তিনশ’ কর্মী কাজ করতে পারবে বলে সম্প্রতি সীমা বেধে দেয় মস্কো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫