Logo
×

Follow Us

আন্তর্জাতিক

বাঁধ ধ্বংসের পর পানিতে ভেসে গেছে রুশ সেনারা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৯:১৩

বাঁধ ধ্বংসের পর পানিতে ভেসে গেছে রুশ সেনারা

বাঁধের একটি অংশ ধসে পড়ার পর প্রবল বেগে বেরিয়ে যাচ্ছে জলাধারের পানি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের খেরসন অঞ্চলের নোভা কাখোভকা শহরে একটি জলাধারের বাঁধ ধ্বংসের পর বন্যার পানিতে অনেক রুশ সেনা ভেসে গেছেন বলে দাবি করেছে ইউক্রেন সামরিক বাহিনী।

গত মঙ্গলবার (৬ জুন) বাঁধ ধ্বংসের পর আশপাশের বড় এলাকা প্লাবিত হয়েছে। জলাধারটি নিপ্রো নদীর কূল ঘেঁষে তৈরি করা হয়েছে। অঞ্চলটি বর্তমানে রাশিয়ার দখলে।

ইউক্রেনের সামরিক বাহিনীর ক্যাপ্টেন আন্দ্রেই পিদলিসনি বলেন, ‘বাঁধটি যখন ধ্বংস হলো, তখন নিপ্রো নদীর একপাশে রুশ সেনারা অবস্থান করছিলেন। সেখানে থাকা রুশ সেনারা নিজেদেরকে রক্ষা করতে পারেননি। নদীর অপর পাশে থাকা রাশিয়ার সেনা দলগুলো ভেসে গেছে।

ড্রোনের মাধ্যমে রুশ সেনাদের পানিতে ভেসে যেতে দেখেছেন তারা। এছাড়া ঘটনাস্থলে থাকা ইউক্রেনের সেনারাও বিষয়টি দেখেছেন।

পিদলিসনি মনে করেন, ইউক্রেনের আসন্ন হামলার পরিকল্পনা ভেস্তে দিতেই বাঁধটি ধ্বংস করেছে রাশিয়া। বাঁধটি গুঁড়িয়ে দেয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা।

তবে রাশিয়ার দাবি, পাল্টা হামলার ব্যর্থতা আড়াল করতে ইউক্রেন নাশকতা চালিয়ে বাঁধটি ধ্বংস করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫