
বরিস জনসন। ছবি: সংগৃহীত
সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ‘পার্টি গেট’ কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদনের জেরে তিনি এ সিদ্ধান্ত নেন। আজ শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
এক বিবৃতিতে বরিস বলেন, তারা এখনও কোনো প্রমাণ তৈরি করতে পারেনি যে, আমি জেনেশুনে বা বেপরোয়াভাবে সেই বিধি ভঙ্গ করেছি।
তিনি আরও বলেন, পার্লামেন্ট ত্যাগ করা খুবই দুঃখজনক। তবে আমি আতঙ্কিত, অগণতান্ত্রিকভাবে পক্ষপাতমূলক কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হতে পারে।
এর আগে এক হাজার শব্দের বিবৃতিতে ঋষি সুনাক সরকারের কড়া সমালোচনা করেছেন বরিস জনসন। সরকারের বিরুদ্ধে ট্যাক্স বৃদ্ধি ও ব্রেক্সিট ঠিকঠাকমতো কার্যকর করে তুলতে ব্যর্থতার অভিযোগ এনেছেন বরিস।
তবে রাজনীতিতে আবারও ফিরবেন এমন ইঙ্গিতও দিয়েছেন বরিস জনসন। তিনি বলেন, ‘অন্তত এই মুহূর্তে পার্লামেন্ট ছাড়তে হচ্ছে, এজন্য আমি অত্যন্ত দু:খিত।’
গত বছর লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বরিস জনসন ও তৎকালীন অর্থমন্ত্রী ঋষি সুনাকের (বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রী) বিরুদ্ধে অভিযোগ আনে যে, তারা কোভিড-১৯ লকডাউন চলাকালে ডাউনিং স্ট্রিটে একটি পার্টিতে অংশ নেন। দুজনকে এ ঘটনায় জরিমানাও করা হয়। ওই ঘটনার মধ্য দিয়ে প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হন।