Logo
×

Follow Us

আন্তর্জাতিক

খালিস্তানের শীর্ষ নেতা হারদীপ সিং নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১৬:৩৫

খালিস্তানের শীর্ষ নেতা হারদীপ সিং নিহত

খালিস্তান টাইগার ফোর্স প্রধান হারদীপ সিং: ইন্ডিয়া টুডে

ভারতের কানাডাভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হারদীপ সিং নিজ্জার অজ্ঞাত ব্যক্তিদের হামলায় নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের সুরেতে অবস্থিত  শিখদের ধর্মীয় উপসানালয় গুরুনানক সাহিব গুরুদুয়ারার পার্কিংলটে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার মৃতদেহের খোঁজ পায় পুলিশ। 

পুলিশ জানায়, যে দুজন যুবক নিজ্জারের মাথায় গুলি করেছেন তাদের পরিচয় এখনও জানা যায়নি। 

নিজ্জার ভারতের অভ্যন্তরে বিশৃংখলা তৈরির পাশাপাশি নানা অপরাধ, সন্ত্রাসীকর্মকাণ্ড ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত ছিলেন। 

এদিকে কানাডা জাতীয় তদন্ত সংস্থা  এরইমধ্যে হত্যাকাণ্ডের বিষয়ে চার্জশীট জমা দিয়েছে।

এর আগে গত বছর জুলাইয়ে ভারত সরকার তাকে শীর্ষ তালিকভূক্ত আসামী হিসেবে ঘোষণা দিয়েছিল। 

এক হিন্দু পুরোহিতের উপর আক্রমণের সঙ্গে তার যোগসূত্রিতার জেরে ভারতের জাতীয় তদন্ত সংস্থা নিজ্জারকে ধরিয়ে দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরষ্কার দেওয়ার ঘোষণাও দেয়। নিজ্জার ভারতের পাঞ্জাব প্রদেশের জালান্দার জেলার ভার সিঙ্গাপুরা গ্রামের বাসিন্দা।

সূত্র: ইন্ডিয়া টুডে 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫