Logo
×

Follow Us

আন্তর্জাতিক

চীনে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১১:২০

চীনে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩১

উরুমকির একটি জনবহুল বাজারে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

চীনের ইনচুয়ানের একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

এর আগে, বুধবার (২১ জুন) সন্ধ্যায় মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকির একটি জনবহুল বাজারে বিস্ফোরণটি ঘটে। এতে আহত সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসার জন্য সবকিছু করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধান প্রধান শিল্পকারখানায় নিরাপত্তা তদারকি জোরদারেরও নির্দেশ দেন তিনি।

চীনে গ্যাস ও রাসায়নিকজনিত বিস্ফোরণের কারণে বড় ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। ২০১৫ সালে তিয়ানজিন শহরে সিরিজ বিস্ফোরণে ১৭৩ জনের প্রাণহানি হয়েছিল।


সূত্র : এনডিটিভি, দ্যা গার্ডিয়ান

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫