Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ওয়াগনার গ্রুপ ভেংগে দিচ্ছে মস্কো, অস্ত্র সমপর্ণের নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ২০:১৭

ওয়াগনার গ্রুপ ভেংগে দিচ্ছে মস্কো, অস্ত্র সমপর্ণের নির্দেশ

ওয়াগনার গ্রুপ প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি: এনবিসি নিউজ

রাশিয়া- ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে পুতিনের ভাড়াটে দল ওয়াগনার গ্রুপ ভেঙে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসির খবরে বলা হয়, আর এরপরেই তাদের সেনাদের অস্ত্রশস্ত্র সামরিক বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, ওয়াগনার গ্রুপের সদস্যরা চাইলে নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন, তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন  অথবা বেলারুশেও   যেতে পারবেন।

পুতিন বলেন, এ গ্রুপের সদস্যদের বেশিরভাগই সত্যিকারের দেশপ্রেমিক, কিন্তু তাদেরকে অন্যভাবে বিভ্রান্ত করে অপরাধমূলক তৎপরতায় জড়ানো হয়েছিল।

এদিকে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি ঘোষণা করেছে, তারা বিদ্রোহে জড়িত ওয়াগনার গ্রুপের সদস্যদের বিরুদ্ধে সব ধরনের অপরাধের অভিযোগ তুলে নিচ্ছে। এর আগে অবশ্য সশস্ত্র বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে এদের বিচারেরে আওতায় আনার পরিকল্পনা ছিল।

এর আগে এ গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুসের রাজধানী মিনস্কে পৌঁছেছেন। তিনি একটি জেট বিমানযোগে গ্রিনিচ মান সময় ৪টা ৩৭ মিনিটে মিনস্কে অবতরণ করেন বলে মনে করা হচ্ছে। তবে বিমানটিতে  প্রিগোজিন ছিলেন কিনা সে বিষয়ে অবশ্য নিশ্চিত হতে পারেনি বিবিসি।

এদিকে ক্রেমলিন বলছে ইয়েভজেনি প্রিগোশিন কোথায় আছেন সে বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই।

বেলারুসের নেতা আলেক্সান্দার লুকাশেংকোও প্রিগোজিন তার দেশে রয়েছেন কিনা তা নিশ্চিত করেননি।

এর আগে বিদ্রোহের পর ক্রেমলিনের সমঝোতার শর্ত  অনুযায়ী প্রিগোজিনকে বেলারুসে যেতে দেওয়ার কথা ছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে জানান, বিদ্রোহের অবসানের জন্য যে চুক্তি হয়েছিল, তা এখন বাস্তবায়ন করা হচ্ছে। তিনি  বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় তার দেওয়া কথা রক্ষা করেছেন।

বিবিসির পূর্ব ইউরোপের সংবাদদাতা সারাহ রেইনসফোর্ড বলছেন, ভাগনার গ্রুপের সঙ্গে যেসব শর্তে সমঝোতা হয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এবারে পরিষ্কার হচ্ছে এই গ্রুপটিকে ভেঙে দেয়া হচ্ছে।

তিনি বলেন, 'যে দেশে কেবলমাত্র ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে মুখ খোলার জন্য বহু বিরোধী রাজনৈতিক কর্মীকে দীর্ঘ কারাভোগ করতে হচ্ছে, সেখানে ওয়াগনার গ্রুপের সঙ্গে এরকম আপসরফা বেশ অবাক হওয়ার মতো।'

উল্লেখ্য, এ গ্রুপের নেতা ইয়েভজেনি প্রিগোজিনন ও গ্রুপের সেনারা রাশিয়ার একটি শহরই শুধু দখলে নেয়নি, তারা সামরিক বহর নিয়ে মস্কোর পথে রওনাও করেছিলেন। 

এসময় তারা কয়েকটি রুশ সামরিক হেলিকপ্টার এবং একটি সামরিক বিমান ভূপাতিত করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫