Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জেদ্দায় মার্কিন কনসুলেটের কাছে গোলাগুলিতে নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ১৬:২০

জেদ্দায় মার্কিন কনসুলেটের কাছে গোলাগুলিতে নিহত ২

জেদ্দায় মার্কিন কনসুলেট ভবনের সামনে নিরাপত্তা বাহিনীর অবস্থান। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনসুলেট ভবনের কাছে গোলাগুলির ঘটনায় এক বন্দুকধারী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, বুধবার মার্কিন ওই কনসুলেট ভবনের কাছে এক ব্যক্তি তার গাড়িটি পার্ক করে রাখার পর ভেতর থেকে অস্ত্র নিয়ে বের হয়। এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে তার গোলাগুলিতে অস্ত্রধারী নিহত হয়।

তাৎক্ষণিকভাবে ঘটনার মোটিভ এবং বন্দুকধারীর পরিচয় জানা যায়নি, বলেছে আরব নিউজ।

ওই বন্দুকধারীই প্রথম নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল বলে দাবি করেছে আল-জাজিরা। গোলাগুলিতে কনসুলেটের এক নেপালি নিরাপত্তারক্ষীও আহত হয়; পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

 সৌদি বার্তা সংস্থা বলছে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা বাহিনী অস্ত্র নিয়ে গাড়ি থেকে বের হওয়া ব্যক্তিকে যথাযথভাবে মোকাবেলা করেছে,

তবে কোন পরিস্থিতিতে এমন গোলাগুলির ঘটনা ঘটলো তা তদন্তে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে মক্কার পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫