Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ফ্রান্সের চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে ৪০ হাজার পুলিশ মোতায়েন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ২০:১০

ফ্রান্সের চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে ৪০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে কিশোরের মৃত্যুর ঘটনায় টানা দুই রাত ধরে চলা বিক্ষোভ ও সহিংসতা। ছবি: সংগৃহীত

ফ্রান্সে চলমান বিক্ষোভের জেরে এবারে দেশটিতে ৪০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন আজ বৃহস্পতিবার (২৯ জুন) সাংবাদিকদের জানান, আজ রাতে ফ্রান্সজুড়ে ৪০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বিক্ষোভ সামাল দিতে গতকাল ৯ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে এখনও জরুরি অবস্থা জারি করা হয়নি বলে জানিয়েছেন তিনি। 

এর আগে এক কিশোরকে হত্যার ঘটনাকে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ‘ক্ষমার অযোগ্য’ বলে মন্তব্য করেছেন। ম্যাক্রো বলেছেন, এ ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। তিনি এ নিয়ে মন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন। 

এর আগে প্যারিসের রাস্তায় গত মঙ্গলবার সকালে হলুদ মার্সিডিজ চালানোর সময় ১৭ বছরের নাহেল এম নামের এক কিশোরকে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে পুলিশের হাতে নিহত হওয়ার পর ফ্রান্স জুড়ে বিক্ষোভে ফেটে পরে সাধারণ মানুষ। 

আর এর জেরেই বুধবার থেকে উত্তাল হতে শুরু করে রাজপথ। এসময় প্যারিসের শহরতলিতে রাস্তায় নেমে মানুষ বর্জ্য ফেলার বিনগুলিতে আগুন ধরিয়ে দেয়। এসময় একটি বাসেও আগুন লাগানোর পাশাপাশি  একটি শহরে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। পরে পুলিশ নিয়ন্ত্রণ করতে গেলে তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে উত্তাল জনতা। 

এদিকে বিক্ষোভের এই হাওয়া রাজধানী প্যারিস ছাড়িয়ে  অনেকগুলো শহরে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে। দেশটির পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, উত্তরের শহর লিলে এবং দক্ষিণ-পশ্চিমে টুলুসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে বেশ কয়েক দফা। এ ছাড়া প্যারিসের দক্ষিণে অ্যামিয়েন্স, ডিজন এবং এসোনের প্রশাসনিক বিভাগেও দেখা গেছে বিশৃঙ্খলা। 

বিক্ষোভে এখন পর্যন্ত ২৪ জন পুলিশকর্মীর আহতের খবর পাওয়া গেছে।এদিকে  সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে প্রচুর ভিডিও পোস্ট করেছেন দেশটির জনগণ। 

ভিডিওতে দেখা যায়, একটি থেমে থাকা গাড়ির দিকে দুই পুলিশকর্মী ওই গাড়ির দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন। তাদের একজন ওই কিশরের দিকে রিভলভার তাক করে ছিলেন। এসময় একটা গলার আওয়াজ ভেসে আসে যেখানে বলা হচ্ছিল - মাথায় গুলি করব। এরপর গাড়ি নিয়ে নাহেল পালাতে গেলে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই  মৃত্যু হয় তার।

সূত্র বিবিসি 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫