Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সুইডেনে কোরআন পোড়ানো ইরাকি যুবক আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০১:৩৯

সুইডেনে কোরআন পোড়ানো ইরাকি যুবক আটক

সুইডেনে কোরআন পোড়ানো ইরাকি যুবক আটক। ছবি: সংগৃহীত

ঈদুল আজহার দিনে সুইডেনের স্টকহোম মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় অভিযুক্ত ইরাকি যুবক সালওয়ান মোমিকাকে (৩৭) আটক করেছে পুলিশ। নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে উসকানির অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে আরব নিউজ।

ওই যুবক কয়েক বছর আগে ইরাক থেকে সুইডেনে অভিবাসী হিসেবে আসেন। বাক্‌স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতেই তিনি এমনটি করেছেন বলে জানিয়েছেন। 

অভিযুক্ত  ইরাকি যুবক সালওয়ান মোমিকা বলেন, এটা গণতান্ত্রিক অধিকার। এখন যদি কেউ বলে এটা করা যাবে না, তাহলে তা গণতন্ত্রের জন্য হুমকি।

এদিকে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, মোমিকার বিক্ষোভ আইনগত দিক থেকে বৈধ, কিন্তু উপযুক্ত নয়। এখানে পুলিশের অনুমতি দেওয়া বা না দেওয়ারও কিছু নেই।

এর আগে, বৃহস্পতিবার ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যে প্রায় বেশ কয়েকজন মুসলমান আরবিতে কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদ জানাচ্ছিলেন। হ্যান্ডমাইকে মোমিকা তাদের জবাবও দিয়েছেন। তবে তাদের মধ্য পুলিশের ব্যারিকেড ছিল।

সুইডিশ কর্তৃপক্ষ বলেছে, মোমিকাকে দেশের মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত আইনের আওতায় মসজিদের বাইরে প্রতিবাদ করার অনুমতি দেয়া হয়েছিল।

তাদের মতে, কোরাআন পোড়ানোয় আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটেনি, তবে মসজিদের খুব কাছে কোরআন পোড়ানোয় মোমিকাকে আটক করা হয়েছে। পুলিশ বলছে যে, তারা ঘৃণা উস্কে দেয়ার দায়ে ঘটনাটির তদন্ত করছে।

এর আগে, গত জানুয়ারি মাসে সুইডেনে তুর্কি দূতাবাসের বাইরে কোরআন পুড়িয়ে বিক্ষোভ করে উগ্র ডানপন্থিরা। এর নিন্দায় তখন সরব হয়েছিল গোটা মুসলিম বিশ্ব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫