
ছবি: সংগৃহীত
সাবমেরিন টাইটানের মর্মান্তিক দুর্ঘটনার পর সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে মার্কিন প্রতিষ্ঠান ওশানগেট। গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) নিজেদের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ঘোষণায় জানানো হয়, ওশানগেটের সব ধরনের গবেষণা এবং বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ডুবোযান টাইটান দুর্ঘটনার ১০ দিন পার হওয়ার আগেই পরবর্তী অভিযানের বিজ্ঞাপন দেয় ডুবোযান পরিচালনা সংস্থা ‘ওশানগেট’।
প্রসঙ্গত, আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটে পাঁচ জনের। ওশানগেটের টাইটান নামে সাবমেরিনে তারা আটলান্টিকের তলদেশে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু সাগরের তলদেশে টাইটানে বিস্ফোরণ ঘটে। নিখোঁজ হয় টাইটান। ব্যাপক খোঁজাখুঁজির পর ধ্বংসাবশেষের সন্ধান মেলে।