Logo
×

Follow Us

আন্তর্জাতিক

এবার তোরাহ-বাইবেল পোড়ানোর অনুমতি দিল সুইডেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ২২:৪১

এবার তোরাহ-বাইবেল পোড়ানোর অনুমতি দিল সুইডেন

ছবি: সংগৃহীত

এবার এক ব্যক্তিকে ইহুদিদের ধর্মগ্রন্থ তোরাহ এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডেনের পুলিশ।

আজ শুক্রবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে মার্কিন বার্তাসংস্থা অ্যাাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এক ব্যক্তি এই দিন রাজধানী স্টকহোম পুলিশ বরাবর তোরাহ ও বাইবেল পোড়ানোর আবেদন করেন। আবেদনপত্রে তিনি বলেন, গতমাসে স্টকহোম কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় তিনি এবং তার বন্ধুরা ক্ষুব্ধ হয়েছেন এবং এই ঘটনার প্রতিবাদে শনিবার তিনি এবং তার বন্ধুরা ইসরায়েলের দূতাবাসের সামনে তোরাহ ও বাইবেল পোড়াতে চান।

স্টকহোম পুলিশ এই আবেদন অনুমোদন করেছে। তবে শর্ত দিয়েছে— এই প্রতিবাদ কর্মসূচিতে আবেদনকারী তার সঙ্গে সর্বোচ্চ দুই জন সঙ্গীকে রাখতে পারবেন।

গত ২৯ জুন স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এক প্রতিবাদ মিছিলে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এই কাজ যিনি করেছিলেন, তিনি একজন ইরাকি মুসলিম এবং শরণার্থী হিসেবে সুইডেনে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছিলেন।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় তুরস্ক, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশসহ মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ (ওআইসি)। মুসলিম বিশ্বের উদ্যোগে গত ১২ জুলাই এ বিষয়ক একটি প্রতিবাদ প্রস্তাব (রেজোল্যুশন) পাস করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। পরিষদের ৪৭টি সদস্যরাষ্ট্রের মধ্যে ২৮টি সেই প্রস্তাবের পক্ষে ভোটও দিয়েছে।

তবে এই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই প্রস্তাবের সমালোচনা করে বিপক্ষে ভোট দিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫