Logo
×

Follow Us

আন্তর্জাতিক

তুরস্ক থেকে সামরিক ড্রোন কিনছে সৌদি আরব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ২১:৫৭

তুরস্ক থেকে সামরিক ড্রোন কিনছে সৌদি আরব

ছবি: সংগৃহীত

উপসাগরীয় তিন দেশ সফরের অংশ হিসেবে সৌদি আরবে অবস্থান করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তার এই সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী আঙ্কারার কাছ থেকে সামরিক ড্রোন কিনবে রিয়াদ।

গতকাল সোমবার (১৮ জুলাই) সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা শহরে অবতরণ করেন প্রেসিডেন্ট এরদোগান। এ সফরে উভয় দেশ জ্বালানি, বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্পসহ কয়েকটি সেক্টরে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 

সৌদি গেজেট জানিয়েছে, তুর্কি প্রতিরক্ষা সংস্থা বেকার এবং সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরদোগান ও সৌদি যুবরাজ সালমান।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী আল সৌদ মঙ্গলবার এক টুইট বার্তায় জানান, সৌদির প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতি বাড়াতে ড্রোন কেনা হবে।

সোমবার ইস্তাম্বুল ছাড়ার আগে প্রেসিডেন্ট এরদোগান বলেন, সফরের সময় আমাদের প্রাথমিক এজেন্ডা হবে আগামী দিনগুলোতে এই দেশগুলোর সাথে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক কার্যক্রম।

সৌদি সফর শেষে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে রওনা করবেন এরদোগান।_আল জাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫