Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৯:২৬

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত

সিভিল ডিফেন্স দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে যেখানে দুটি গাড়িই পুড়ে গেছে। ছবি: রয়র্টাস

আলজেরিয়ায় বাস ও প্রাইভেট কার সংঘর্ষে ৩৪ জন নিহত। ও ১২ জন আহত। গতকাল বুধবার (১৯ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর তামানরাসেতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ১৫ শ কিলোমিটার দক্ষিণে তামানসারেতে শহরে বুধবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ৩৪ যাত্রীর সবাই আগুনে পুড়ে মারা যান। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর গাড়ি দুটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষও আগুনে পুড়ে যাওয়া গাড়ি দুটির একাধিক ছবি প্রকাশ করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫