
সিভিল ডিফেন্স দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে যেখানে দুটি গাড়িই পুড়ে গেছে। ছবি: রয়র্টাস
আলজেরিয়ায় বাস ও প্রাইভেট কার সংঘর্ষে ৩৪ জন নিহত। ও ১২ জন আহত। গতকাল বুধবার (১৯ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর তামানরাসেতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ১৫ শ কিলোমিটার দক্ষিণে তামানসারেতে শহরে বুধবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ৩৪ যাত্রীর সবাই আগুনে পুড়ে মারা যান। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর গাড়ি দুটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষও আগুনে পুড়ে যাওয়া গাড়ি দুটির একাধিক ছবি প্রকাশ করেছে।