Logo
×

Follow Us

আন্তর্জাতিক

অভ্যুত্থানের পর নাইজারে অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৯:৩৬

অভ্যুত্থানের পর নাইজারে অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে গত বুধবার (২৬ জুলাই) অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রেসিডেনশিয়াল গার্ডের প্রধান আবদোরাহমানে চিয়ানি নিজেকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছেন।

গতকাল শুক্রবার (২৮ জুলাই) নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এ ঘোষণা দেন চিয়ানি। মাত্র দুই দিন আগেই চিয়ানির বাহিনী দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে এক অভ্যুত্থানে পদচ্যুত করে।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে ৬২ বছর বয়সী জেনারেল চিয়ানি বলেন, ধীরে ধীরে অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া থেকে দেশকে রক্ষা করতে তার বাহিনীর হস্তক্ষেপ দরকার ছিলো। বাজোম মানুষকে বোঝাতে চেয়েছিলেন, সবকিছু ঠিকঠাক চলছে। তবে কঠিন বাস্তবতা হলো, দেশে মৃত্যু, বাস্তুচ্যুতি, অপমান ও হতাশার পাহাড় জমেছিল।

২০১৫ সাল থেকে তিনি প্রেসিডেনশিয়াল গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নাইজারের সাবেক প্রেসিডেন্ট মাহামাদু ইসোফোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। ২০২১ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন ইসোফো।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫