Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কানাডার রকি পর্বতমালায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১৪:২৫

কানাডার রকি পর্বতমালায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

প্রতীকী ছবি

কানাডার ক্যালগেরির পশ্চিমে রকি পর্বতমালায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩০ জুলাই) দেশটির সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।

পুলিশ জানিয়েছে, বিমানটিতে পাঁচজন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। বিমানটি শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ব্রিটিশ কলম্বিয়ার সালমন আর্মের উদ্দেশে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর ছেড়ে যাওয়ার ৩০ মিনিটের মধ্যে নিখোঁজ হয়ে যায়।

সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, শনিবার সকাল ৭:৩০ টার দিকে ক্যালগেরি থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। ছয় আরোহীর সকলের লাশই সফলভাবে উদ্ধার করা হয়েছে।

নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং দুর্ঘটনার কারণও জানা যায়নি।_এএফপি 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫