
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ১২ তুঘলক লেনের বাংলো। ছবি: আনন্দবাজার
সংসদ সদস্যপদ ফিরে পাওয়ার পর এবারে সরকারি বাংলোটিও ফিরে পেলেন কংগ্রেসের রাহুল গান্ধী। এর আগে সাংসদ পদ ফিরে পেয়েছিলেন সোমবার।
লোকসভার হাউসিং কমিটি রাহুল গান্ধীকে তার ১২ তুঘলক লেনের পুরনো বাংলোটি ফিরিয়ে দিলো। এরইমধ্যে এ সংক্রান্ত নির্দেশিকাও জারি হয়েছে বলে লোকসভা সচিবালয়ের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
এর আগে গত ২৩ মার্চ গুজরাটের সুরাত ম্যাজিস্ট্রেট আদালত জেলের সাজা ঘোষণার পরেই ওই বাংলো থেকে রাহুল তার মালপত্র সরানো শুরু করেন। পরে ২০ এপ্রিল সুরাতের দায়রা আদালত ‘মোদী’ পদবি নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে সাজা বহাল রাখার পরেই সাংসদ হিসাবে পাওয়া দিল্লির বাংলোটি ছেড়ে দেন তিনি।
এদিকে শুক্রবার সুপ্রিম কোর্ট সেই সাজায় স্থগিতাদেশ দেওয়ার পর লোকসভার স্পিকার ওম বিড়লা তার পদ ফিরিয়ে দেন।
এর আগে যদিও রাহুল সোমবার বাংলো ফিরে পাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে বলেছিলেন, মায়ের সঙ্গে তার বাংলোয় থাকতে আমার অসুবিধা হচ্ছে না। এটাও চাইলে ছিনিয়ে নিতে পারে (মোদী সরকার)। আমি জানি, ভারতের মানুষ আমাকে মাথা গোঁজার ঠাঁই দেবেন।
সূত্র: আনন্দবাজার অনলাইন