Logo
×

Follow Us

আন্তর্জাতিক

লকডাউনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬ পরামর্শ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ১৪:১৭

লকডাউনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬ পরামর্শ

প্রাণঘাতী করোনাভাইরাসে ২৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। আক্রান্তের সংখ্যাও পাঁচ লাখের বেশি। তাই এই ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে পুরোবিশ্ব। এরইমধ্যে বেশ কয়েকটি দেশ লকডাউনের ঘোষণা দিয়েছে। এছাড়াও কয়েকটি শহর লকডাউন করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লকডাউন বা শাটডাউন পরিস্থিতিতে দেশগুলোকে ছয়টি বিষয়ের দিকে নজর দিতে হবে। বিষয়গুলো হলো:

১। প্রতিটি দেশের জনস্বাস্থ্য বাহিনী যতোটা সম্ভব প্রসারিত করে তাদের প্রশিক্ষণ দিয়ে মোতায়েন করতে হবে।

২। কমিউনিটি লেভেলে প্রতিটি সন্দেহভাজন আক্রান্তকে খুঁজতে একটি নির্দিষ্ট নিয়মের প্রয়োগ করতে হবে।

৩। করোনা পরীক্ষার সব ধরনের ব্যবস্থাকে ত্বরান্বিত করতে হবে। 

৪। করোনা রোগীদের চিকিৎসা দিতে এবং বিচ্ছিন্ন করে রাখার জন্য পর্যাপ্ত সুবিধার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫। করোনা রোগীদের সংস্পর্শে আসা প্রত্যকের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে এবং তার জন্য পৃথক এবং সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৬। কোভিড-১৯ মোকাবিলার জন্য এরইমধ্যে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো পুনরায় মূল্যায়ন করতে হবে।


তথ্যসূত্র: বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫