তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে শপথ নিলেন কাকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১৮:০৯

শপথ গ্রহণ অনুষ্ঠানে আনোয়ারুল হক কাকার। ছবি: সংগৃহীত
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের ৮ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির বেলুচিস্তান প্রদেশের সাবেক সিনেটর আনোয়ারুল হক কাকার। সোমবার (১৪ আগস্ট) দেশটির রাজধানী ইসলামাবাদের আইওয়ান-আই-সদরে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে শপথ গ্রহণ করেন তিনি।
সংবাদমাধ্যম ডন বলছে, আনোয়ারুল হক কাকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন আনোয়ারুল হক কাকার। এসময় সবার সঙ্গে হাত মেলান তিনি।
প্রধানমন্ত্রী হওয়ার পর আনোয়ারুলের প্রথম কাজ হবে মন্ত্রিসভা ঠিক করা। নির্বাচনের আগ পর্যন্ত তার বেছে নেওয়া মন্ত্রিসভাই দেশ পরিচালনা করবে। এই সরকারের অধীনেই হবে নির্বাচন।
এর আগে গত শনিবার (১২ আগস্ট) তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারের নাম ঘোষণা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর।
রবিবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, নতুন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের ওপর তার আস্থা রয়েছে। তিনি মনে করেন, কাকার সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাকারই উপযুক্ত ব্যক্তি বলে জানান পিএমএল-এনের এ নেতা।