Logo
×

Follow Us

আন্তর্জাতিক

হিমাচলের ১৭ হাজার স্থানে ভূমিধসের আশঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১১:৪২

হিমাচলের ১৭ হাজার স্থানে ভূমিধসের আশঙ্কা

হিমাচলে ভূমিধস। ছবি: সংগৃহীত

হিমাচল প্রদেশে ১৭ হাজারটি স্থান রয়েছে যেখানে ভূমিধসের আশঙ্কা দেখা গিয়েছে। এর মধ্যে এক হাজার ৩৫৭টি স্থান শুধুমাত্র সিমলায় রয়েছে। টানা বৃষ্টিতে মাটি ক্রমাগত নরম হচ্ছে, এতে রাস্তা ও ঘরবাড়ি ধসে পড়ার শঙ্কায় রয়েছে স্থানীয়রা। 

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার রিপোর্টে এমন তথ্য জানা গেছে। 

ভূমি তলিয়ে যাওয়ার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষমতা ও সতর্কতা ব্যবস্থা উন্নত করার নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার।

এছাড়া সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করা হলেও এখনও অনেক এলাকা রয়েছে যেখানে বড় ধরনের বিপদ দেখা দিয়েছে।

সম্প্রতি, শিমলার কৃষ্ণ নগর এলাকায় একটি বিপজ্জনক ভূমিধস হয়েছে। এখানে একটি ভবনের উপর একটি গাছ পড়েছিল। এর পর ভবনটি ধসে পড়ে। একইভাবে, গত সোমবার সামার হিল এলাকার শিব মন্দির ভূমিধসের কবলে পড়ে। সেখানে এখনও উদ্ধারকাজ চলছে। 

২৫,০০০ জনসংখ্যার জন্য নির্মিত সিমলা শহরে আনুমানিক দুই দশমিক তিন লাখ লোক রয়েছে। এখানে ৭০ ডিগ্রি পর্যন্ত ঢালে ভবন নির্মাণের অনুমতি দেওয়া হলেও নিয়ম না মেনে নানা ধরনের নির্মাণ করে নিজেদের মৃত্যুঝুঁকিতে ফেলেছে এখানকার মানুষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫