Logo
×

Follow Us

আন্তর্জাতিক

হিটলারের জন্ম নেয়া বাড়িতে থানা নির্মাণের সিদ্ধান্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১৬:১২

হিটলারের জন্ম নেয়া বাড়িতে থানা নির্মাণের সিদ্ধান্ত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাড়া দুনিয়া কাপানো জার্মান শাসক ও নাৎসি নেতার জন্মস্থানে অবস্থিত বাড়িটি এবারে থানায় রুপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন, নাৎসি এই নেতার শেষ ইচ্ছা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, একটি তথ্যচিত্র প্রচারের পর তার তার এমন ইচ্ছার কথা জানা যায়। স্থানটি নব্য নাৎসিদের আরাধ্য স্থানে পরিণত হতে পারে এমন শঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় সরকার। 

১৮৮৯ সালে হিটলার জন্ম নেন দেশটির উত্তরের ব্রানাউ শহরে। আর যে বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন তা নিয়ে কয়েক বছরের চলা আইনি জটিলতা শেষে এবারে থানা নির্মাণের পাশাপাশি একটি মানবাধিকার প্রশিক্ষণ কেন্দ্রও গড়ে তলবে অস্ট্রিয়া সরকার। আর এমন সিদ্ধান্তের পর অক্টোবরের ২ তারিখে বাড়িটি পুনঃনির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকার।   

এর আগে ২০১৬ সালে বাড়িটির দায়িত্ব বুঝে নেয় অস্ট্রিয়া সরকার। সেসময় জার্মান সরকার বাড়িটির চারপাশে সীমান নির্মাণের চেষ্টা চালিয়েছিল। 

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী শুরু হবে। দেশটির বিখ্যাত চিত্র পরিচালক গুন্টার স্কোয়াইজার বলেন, যা কিছু করা হচ্ছে তা হিটলারের শেষ ইচ্ছা অনুযায়ী করা হচ্ছে। এ সময় তিনি আগামী মাসে নাৎসী এই নেতার বাড়ি নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনার কথাও জানান। 

স্কোয়াইজার ১৯৩৯ সালে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকার কলামের উদ্ধৃতি দিয়ে বলেন, সেখানে হিটলার তার বাড়িটি শহরের জেলা কার্যালয় হিসেবে যেন ব্যবহৃত হয় তেমন ইচ্ছার কথা জানিয়েছিলেন। 

৮০০ বর্গমিটারের কৌণিক আকারের এই ভবনটি পুনঃনির্মাণের ব্যয় ধরা হয়েছে ২০ মিলিয়ন ইউরো (১৭ মিলিয়ন পাউন্ড)। ২০২৫ সালের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর তা হলে ২০২৬ সাল থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে থানার সকল কার্যক্রম। 

সূত্র : দ্যা গার্ডিয়ান

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫