Logo
×

Follow Us

আন্তর্জাতিক

করোনায় স্পেনের রাজকুমারীর মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ২১:০২

করোনায় স্পেনের রাজকুমারীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসার (৮৬) মৃত্যু হয়েছে। নভেল করোনাভাইরাস সংক্রমণে এই প্রথম কোনো রাজপরিবারের সদস্যের প্রাণ গেলো। 

ফেসবুকে মারিয়া টেরেসোর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বারবন, ডিউক অব আরানজুয়েজ। তিনি জানান, মারিয়া টেরেসার শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর শুক্রবার প্যারিসে তার মৃত্যু হয়েছে। ওইদিনই মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

দ্য ইকোনোমিক টাইমস জানায়, প্রিন্স হাভিয়ার এবং ম্যাডেলিন ডি বর্বোন বাসেটের কন্যা মারিয়া তেরেসার জন্ম ১৯৩৩ সালের ২৮ জুলাই ফ্রান্সে এবং সেখানেই পড়াশোনা করেছিলেন তিনি। প্যারিস এবং মাদ্রিদের বিশ্ববিদ্যালয়েও তেরেসা অধ্যাপনা করেছিলেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি স্পষ্টভাষী হিসাবে পরিচিত ছিলেন তেরেসা। এ কারণে তাকে বলা হত ‘রেড প্রিন্সেস’।

স্পেনে করোনাভাইরাস মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই দেশটিতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দেশটিতে মৃতের সংখ্যা ৬ হাজার ৫২৮ জনে পৌঁছেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫