Logo
×

Follow Us

আন্তর্জাতিক

করোনা ঠেকাতে ম্যালেরিয়ার ওষুধ সেবনে চিকিৎসকের মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১৮:১৫

করোনা ঠেকাতে ম্যালেরিয়ার ওষুধ সেবনে চিকিৎসকের মৃত্যু

করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য আক্রান্ত হওয়ার আগেই ম্যালেরিয়ানিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনের পর ভারতে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

দেশটির আসাম প্রদেশের গুয়াহাটির একটি হাসপাতালের এই চিকিৎসক করোনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধটি সেবনের পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

মৃত ওই চিকিৎসকের নাম উৎপল জিৎ বর্মণ (৪৪)। আসামের একটি বেসরকারি হাসপাতালের সিনিয়র অ্যানেসথেটিস্ট ছিলেন তিনি। করোনার মহামারিতে পূর্ব-সতর্কতা হিসেবে ম্যালেরিয়ার ওই ওষুধটি সেবন করেছিলেন তিনি।

এনডিটিভি বলছে, ওষুধটি সেবনের কারণেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। ওষুধটি সেবনের পর অস্বস্তির কথা হোয়াটসঅ্যাপে তার সহকর্মীদেরকে জানিয়েছিলেন।

দেশটিতে করোনা রোগীদের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনের পরামর্শ দিয়েছে ভারতের সরকারি র্শীষস্থানীয় মেডিকেল প্রতিষ্ঠান দ্য ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। আসামে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এছাড়া ডা. বর্মণ করোনার কোনো রোগীকে চিকিৎসাও দেননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫