Logo
×

Follow Us

আন্তর্জাতিক

লেবাননের দুই গ্রামে ইসরায়েলের হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১১:৫৭

লেবাননের দুই গ্রামে ইসরায়েলের হামলা

কাফর শুবা ও ওদাইসসে ইসরায়েলের হামলা। ছবি: আল আরাবিয়া নিউজ

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) লেবাননের দক্ষিণে অবস্থিত দুটি গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের আল মায়াদিন টেলিভিশনের খবরে বলা হয়েছে, গ্রাম দুইটি ইসরায়েল সীমান্ত সংলগ্ন। এ সময় ইসরায়েলের মিসাইল কাফর শুবা ও ওদাইসসে হামলাআঘাত হানে বলেও জানিয়েছে টিভি চ্যানেলটি। 

তবে এ হামলায় এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি। ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধেও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। 

এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জান্যনি তারা।

অন্যদিকে হিজবুল্লাহ বলছে, তারা গতকাল বুধবার ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরায়েলি মিলিটারি পোস্টে হামলা পরিচালনা করেছে। হামাসের মতো হিজবুল্লাহকেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের সহযোগীরা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। 

সূত্র : বিবিসি, আল আরাবিয়া নিউজ 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫