Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা বাড়ছে

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ২৩:৫২

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন হচ্ছে। ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা বাড়ছে। এতে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন (চালকবিহীন বিমান) ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। আগের দিন বুধবার (১৮ অক্টোবর) একই ধরনের হামলা হয়েছে সিরিয়ায়। ইসরায়েলমুখী কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে যুক্তরাষ্ট্রের রণতরীতে মজুত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর চালানো এসব হামলার কারণে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। 

গত দুই সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে নৌশক্তি পাঠিয়েছেন। এর মধ্যে দুটি যুদ্ধবিমানবাহী রণতরী রয়েছে। সেইসঙ্গে দুই হাজার মেরিন সেনাও পাঠান তিনি। গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা বেড়েছে।

এক সপ্তাহের মধ্যে মার্কিন সামরিক বাহিনী বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করে। এগুলো তাদের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। গত বুধবার সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর আঘাত হানে একটি ড্রোন। এতে কয়েকজন আহত হন। এ সময় আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়। ইরাকের আন আল-আসাদ বিমানঘাঁটিতে ভুয়া সতর্কতা সাইরেন বাজানো হলে এক বেসামরিক ঠিকাদার হার্ট অ্যাটাক করে মারা যান।

বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীদের সামরিক ঘাঁটিগুলো ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে। বিপুলসংখ্যক ড্রোন ও রকেট দিয়ে এগুলোতে হামলা হয়েছে। ঘাঁটির ভেতর থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরাকের পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে।

পেন্টাগন কী বলছে

এ বিষয়ে পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার সাংবাদিকদের বলেন, আমি এসব হামলার সম্ভাব্য পাল্টা আঘাতের বিষয়ে ভবিষ্যদ্বাণী করছি না। তবে এটুকু বলব, যে কোনো হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাহিনীকে রক্ষা করতে আমরা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

মধ্যপ্রাচ্যে ইয়েমেনের কাছে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের একটি রণতরী। এটি উত্তর লোহিত সাগরের ওপর থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। প্যাট্রিক রাইডার জানান, তাদের সন্দেহ ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের উদ্দেশে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে।

সংবাদ সম্মেলনে পেন্টাগন মুখপাত্র সাংবাদিকদের জানান, তারা নিশ্চিত করে বলতে পারছেন না এগুলো কোন লক্ষ্যে ছোড়া হয়েছে। এগুলো ইয়েমেন থেকে ছোড়া হয়েছে এবং লোহিত সাগরের ওপর দিয়ে উত্তর দিকে যাচ্ছিল। সম্ভবত ইসরায়েলের দিকে যাচ্ছিল। রাইডার জানান, তিনি মনে করেন না যে, ইসরায়েল-হামাস যুদ্ধের জেরে হামলার ঘটনা বেড়েছে। এ সংক্রান্ত সরাসরি কোনো সংযোগও তারা পাননি। 

গত বুধবার ইরাকে ইরান সমর্থিত গ্রুপগুলোর দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেন। তারা জানান, ইরাকে তাদের সংগঠনগুলো ইসরায়েলের সঙ্গে বৃহৎ যুদ্ধ করার জন্য সতর্ক অবস্থায় আছে। এ নিয়ে ইরান তাদের এখনও অনুমোদন দেয়নি। অন্য সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে ইরাকের কয়েকটি সংগঠনের নেতারা লেবানন ও সিরিয়া সফরে আছেন।

ইরান সমর্থিত ইরাকের সংগঠন দ্য ইসলামিক র্যা সিস্ট্যান্ট এক বিবৃতিতে সম্প্রতি মার্কিন ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে। তারা বলছে, ‘যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের’ বিরুদ্ধে আরও হামলা চালানো হবে। এর আগে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ইরাকের শিয়া নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি আল-সিসতানি ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দেন।

সূত্র- আল জাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫