
হিজবুল্লাহর দিনব্যাপী হামলায় অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। ছবি: সংগৃহীত
ফিলিস্তিন ইস্যুতে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই এবারে ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত। ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার (২১ অক্টোবর) দিনব্যাপী ইসরায়েলে পরিচালিত হামলায় অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। এ সময় ইসরায়েল বাহিনীর পাল্টা হামলায় তাদের ছয় যোদ্ধাও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। হিজবুল্লাহর বরাত দিয়ে জানা যায়, সীমান্তের ওপারে দুইটি ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যারাকে হামলা চালিয়েছে তারা। এ সময় অনেক ইসরায়েলি সেনার হতাহতের ব্যাপারে তারা নিশ্চিত হয়েছে।
হিজবুল্লাহ জানায়, তারা ডোভিফ ব্যারাকের কাছে একটি হাম্ভি যানে গাইডেড মিসাইলের আঘাত হানার পর অনেক ক্র ও সেনা হতাহত হয়েছেন।
পৃথক আরেক বিবৃতিতে বলা হয়, অধিকৃত হুনিন ব্যারাকে (রামিম) ইসরায়েলি স্থলবাহিনীর একটি ইউনিটেও তারা হামলা চালিয়েছে। আর সেখানেও ইসরায়েলের পক্ষে বহু হতাহত হয়েছে। পরে ইসরায়েলি বাহিনীও সেখানে হিজবুল্লাহর ব্যারাকটিতে ট্যাংক বিধ্বংসি গোলা নিক্ষেপের কথা স্বীকার করেছে। তবে তাদের পক্ষে হতাহতের কোন সংখ্যা জানায়নি।
এদিকে গাজা যুদ্ধের সময় গড়ানোর সাথে সাথে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় হামলার পরিমাণও বৃদ্ধি করেছে হিজবুল্লাহ। আর এসব কারণে হামাস-ইসরায়েল যুদ্ধে দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে লেবানন-ইসরায়েল সীমান্তজুড়ে।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের সীমান্ত বরাবর অন্তত চারটি ভিন্ন এলাকায় হিজবুল্লাহর সঙ্গে গোলা বিনিময় করেছে।
অন্যদিকে হিজবুল্লাহ বলছে, শনিবার নিহত হওয়া ছয়জনসহ তাদের মোট ১৯ যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া এ সংঘর্ষে রয়টার্সের একজন সাংবাদিকসহ বহু বেসামরিক নাগরিক ও সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
সূত্র: আল-জাজিরা, আল-আহরাম