কাতারে ৮ ভারতীয়ের মৃত্যুদণ্ড রদে সরকারি উদ্যোগ চায় কংগ্রেস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ২২:০৯

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের লোগো। ছবি- সংগৃহীত
গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় নাগরিকের মুক্তির জন্য কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হতে বলেছে কংগ্রেস।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ ‘এক্স’ হ্যান্ডেলে এক বার্তায় জানান, ভারতীয় নৌবাহিনীর ওই সাবেক কর্মকর্তাদের মুক্তির বিষয়ে কেন্দ্রীয় সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে তাদের আশা। তিনি বলেন, সে জন্য ভারত সরকারের সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ করা উচিত।
এক বছরের বেশি সময় আটক রাখা ৮ ভারতীয়কে গতকাল বৃহস্পতিবার কাতারের এক আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ রায়কে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছে।
ওই আটজন ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পদাধিকারী। গত বছরের আগস্টে তাদের ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দোহার কারাগারে আটক রাখা হয়েছে।
দণ্ডিত ব্যক্তিরা হলেন সাবেক ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত এবং নাবিক রাগেশ।
কাতার প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাতার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন ওই আট কর্মকর্তা। তাদের মধ্যে কেউ কেউ অত্যন্ত গোপন এবং স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করতেন বলেও জানায় সূত্রটি।
মৃত্যুদণ্ডের খবর আসার সঙ্গে সঙ্গেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতি দেয়। তাতে বলা হয়েছে, তারা পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় রয়েছে। ওই কর্মীদের পরিবার ও আইনজ্ঞদের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে। সব ধরনের আইনি পথ খোলা আছে। সরকার সব ধরনের সহায়তা করবে।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার