গাজায় স্থল অভিযানের সিদ্ধান্ত চুড়ান্ত: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১৩:৫৮

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু । ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু শনিবার গাজায় স্থল অভিযানের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, গাজায় স্থল হামলা পরিচালনা করতে তার যুদ্ধকালীন মন্ত্রিসভা সর্বস্মমতিক্রমে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
দেশটিরর প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ও সরকারের জরুরি বিষয়কমন্ত্রী বেনি গাতজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমরা যাত্রার শুরুতে কেবল রয়েছি। গাজায় উপতক্যার যুদ্ধটি অত্যন্ত কঠিন হতে চলেছে আর এর জন্য আমরা প্রস্তুত রয়েছি।
এ সময় তিনি চলমান গাজা যুদ্ধকে ‘’ইসরায়েলের অস্তিত্ব রক্ষার লড়াই’ বলে অভিহিত করেন। এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ।‘’
তিনি আরও বলেন, ‘’যুদ্ধের প্রথম সপ্তাহে আমরা শত্রুদের চরমভাবে দমন করতে আমাদের বাহিনীকে নিরাপদে প্রবেশ করাতে সফল হয়েছি। এ যুদ্ধ আমাদের প্রান রক্ষার সংকল্প।‘’
এ সময় হামাস কর্তৃক বন্দী বিনিময়ের বিষয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, যুদ্ধকালীন মন্ত্রিসভায় এ নিয়ে বিতর্ক হয়েছে, তবে এ মুহুর্তে এই বিষয়ে আলোচনা করে ফলপ্রসূ হবে না।‘’
৭ অক্টোবর হামলার বিষয়ে সামরিক ও গোয়েন্দা বিভাগের ব্যর্থতা আছে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘’ যুদ্ধের পর সকল কঠিন প্রশ্নের জবাব দেয়া হবে। অবশ্যই এখানে বড় অবহেলার ঘটনা ঘটেছে আর তা খুঁজে বের করতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।
সুত্র: আনাদোলু