Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সার্জিক্যাল মাস্কের বাইরের অংশে ৭ দিন পর্যন্ত থাকে করোনা: গবেষণা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৫:২৬

সার্জিক্যাল মাস্কের বাইরের অংশে ৭ দিন পর্যন্ত থাকে করোনা: গবেষণা

মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। তাই অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

যদি যেতে হয়, সেক্ষেত্রে মাস্ক পরে যাওয়ার কথা বলা হচ্ছে। কারণ মাস্ক করোনার সংক্রমণ রোধে সহায়ক। কিন্তু সার্জিক্যাল মাস্কেও প্রায় এক সপ্তাহ পর্যন্ত টিকে থাকতে পারে করোনাভাইরাস।

নতুন এক গবেষণা এমন কথাই বলছে।

হংকং ইউনিভার্সিটির একদল গবেষকের গবেষণায় দেখা গেছে, স্টেইনলেস স্টিল ও প্লাস্টিকের ওপর করোনাভাইরাস চারদিন পর্যন্ত টিকে থাকতে পারে। সার্জিক্যাল ফেস মাস্কের বাইরের অংশের ওপর ভাইরাসটি এক সপ্তাহ পর্যন্ত টিকে থাকতে পারে।

এছাড়া ব্লিচিং পাউডারসহ ঘরে ব্যবহৃত অন্যান্য সাধারণ জীবানুনাশকও করোনাভাইরাস ধ্বংস করতে সক্ষম, এমন তথ্যও উঠে এসেছে গবেষণায়।

গত ২ এপ্রিল চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।

একটি কক্ষের সাধারণ তাপমাত্রায় কোন পৃষ্ঠের ওপর ভাইরাসটি কতক্ষণ পর্যন্ত সংক্রামক হিসেবে টিকে থাকে- সেটি পরীক্ষা করেছেন ওই গবেষক দল।

পরীক্ষায় দেখা গেছে, ভাইরাসটি ছাপা কাগজ ও টিসুর ওপর তিন ঘণ্টারও কম সময় এবং কাঠ, কাপড় ও কটনের ল্যাবরেটরি জ্যাকেটের ওপর একদিন পর্যন্ত টিকে থাকে।

কাঁচ, ব্যাংক নোটের ওপর ভাইরাসটি দ্বিতীয় দিনেও টিকে থাকতে দেখা গেছে। কিন্তু চতুর্থ দিনে ভাইরাসটি আর দেখা যায়নি। তবে স্টেইনলেস স্টিল ও প্লাস্টিকের ওপর ভাইরাসটি চার থেকে সাতদিন পর্যন্ত টিকে থাকতে দেখা গেছে।

গবেষকরা বলছেন, বিষয়টি অদ্ভুত যে, সার্জিক্যাল ফেস মাস্কের বাইরের অংশে ভাইরাসটিকে সাতদিন পরেও টিকে থাকতে দেখা গেছে। এজন্য যখন কেউ সার্জিক্যাল মাস্ক পরবেন, তখন মাস্কের বাইরের অংশ ছোঁয়া উচিত না। কারণ এর মাধ্যমে ভাইরাসটি হাতে ও সেই হাত দিয়ে চোখ ছোঁয়ার মাধ্যমে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে পারে।

তবে গবেষকরা বলেছেন, যেহেতু আমরা আমাদের পরীক্ষা ল্যাবরেটরিতে করেছি, তাই এটি নৈমত্তিক সংস্পর্শের পুরোপুরি প্রতিফলন নাও হতে পারে। কারণ আমরা ল্যাবরেটরি টুলের ওপর ভাইরাসটি পরীক্ষা করেছি। কিন্তু আমরা দৈনন্দিক কাজ করে থাকি হাতের মাধ্যমে।

কিছুদিন আগে একদল মার্কিন গবেষকের গবেষণায় দেখা গেছে, কিছু কিছু পৃষ্ঠের ওপর করোনাভাইরাস বেশকিছু দিন টিকে থাকতে পারে। গবেষণায় তারা দেখেছেন, ধাতু ও প্লাস্টিকের ওপর করোনাভাইরাস তিনদিন পর্যন্ত টিকে থাকতে পারে। অন্যদিকে তামার ওপর চার ঘণ্টারও কম সময় এবং কার্ডবোর্ডের ওপর ২৪ ঘণ্টার মতো টিকে থাকে করোনাভাইরাস।

পরামর্শ হিসেবে হংকং ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিয়মিত হাত ধুতে হবে ও হাত পরিষ্কার করা ছাড়া মুখ ও চোখে হাত দেয়া যাবে না। -ডেইলি স্টার

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫