চীনে কয়লার খনির কার্যালয়ে আগুন, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ১৪:৫৯

চীনের মানচিত্র। ছবি: সংগৃহীত
চীনের উত্তরাঞ্চলে একটি কয়লার খনি প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুনের ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে দেশটির শীর্ষ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানসি প্রদেশের ইয়ংজু কোল ইন্ডাস্ট্রি জয়েন্ট কোম্পানির কার্যালয়ে আগুন লাগে। আগুনের সূত্রপাত লুলিয়াং শহরের অফিসসহ ডরমিটরির চারতলা ভবন থেকে। সেখান থেকে কয়লার খনি অনেকটা দূরে। আগুনের কারণ বের করতে তদন্ত শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উদ্ধারকারীরা ভবন থেকে ৬৩ জনকে সরিয়ে নিয়েছে, যাদের মধ্যে ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভবন থেকে দাউদাউ করছে আগুনের শিখা। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা এলাকা।
উল্লেখ্য, এর আগে চলতি বছর ২৪ সেপ্টেম্বর চীনের পানঝৌ শহরের একটি কয়লা খনিতে ভয়াবহ আগুন লেগে ১৬ জন নিহত হন। এ ঘটনার পর ওই শহরের সব কয়লা খনির উৎপাদন একদিনের জন্য স্থগিত করা হয়। সেদিন দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে ওই কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।