Logo
×

Follow Us

আন্তর্জাতিক

বিচারপতিকে করোনা আক্রান্ত হওয়ার অভিশাপ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ২২:১৪

বিচারপতিকে করোনা আক্রান্ত হওয়ার অভিশাপ

রায় সন্তোষজনক না হওয়ায় কলকাতা হাইকোর্টের এক বিচারপতিকে করোনা আক্রান্ত হওয়ার অভিশাপ দিয়েছেন এক আইনজীবী। এমন অসম্মানজনক আচরণের জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন ওই বিচারপতি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সিংয়ে বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে প্রশ্ন করছিলেন আইনজীবী বিজয় অধিকারী। তার বিরুদ্ধে আদালতের মর্যাদাহানি করা এবং এই পেশার লোক হিসেবে যথাযথ ব্যবহার না করার অভিযোগ আনা হয়েছে। তাকে এ আচরণের ব্যাখ্যা দেয়ার জন্য ১৪ দিন সময় দিয়েছেন বিচারক। এই বিষয়ের শুনানি সংশ্লিষ্ট ডিভিশনে হবে।

আইনজীবী বিজয় অধিকারী চেয়েছিলেন, মক্কেলের একটি বাসের নিলামের ওপর স্থগিতাদেশ জারি করা হোক।

বিচারপতি যখন মামলার রায় শোনাচ্ছিলেন, তখনই মেজাজ হারান ওই আইনজীবী। তিনি বিচারপতিকে বাধা দিতে টেবিল চাপড়াতে থাকেন।

রায়ে বিচারপতি বলেন, ‘আইনজীবীকে সঠিক ব্যবহার করতে সতর্ক করা সত্ত্বেও, তিনি কানে নেননি। তাকে বলতে শোনা গেছে, আমার ভবিষ্যৎ তিনি (আইনজীবী) শেষ করে দেবেন এবং তিনি অভিশাপ দিয়েছেন, আমার যেন করোনা হয়।’

ওই আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, ‘তাকে জানাতে চাই, আমি আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়া কিংবা ভাইরাসের দ্বারা সংক্রমিত হওয়াকে ভয় পাই না। আদালতের মর্যাদা আমার কাছে সর্বোচ্চ এবং তা বজায় রাখতে আপনার বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হচ্ছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫