Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে স্টকহোমে বিক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:১২

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে স্টকহোমে বিক্ষোভ

সুইডেনের শত শত জনগণ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করছেন। ছবি: সংগৃহীত

সুইডেনের শত শত জনগণ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শন করে স্টকহোমের রাস্তায় নেমেছেন। সাত দিনের যুদ্ধবিরতি শেষে আবারও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে তারা প্রতিবাদ করছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলোকে। এ সময় তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহবানও জানায়। 

প্রায় ৬০০ বিক্ষোভকারী রবিবার ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হয়ে অবরুদ্ধ অঞ্চলে চলমান ভয়াবহ মানবিক পরিস্থিতিতে গাজাবাসীদের প্রতি তাদের সহমর্মিতা জানান। এ সময় উত্তাল জনগণ ইসরায়েলের প্রতি চাপ প্রয়োগের জন্য সুইডেন সরকারের প্রতি আহবান আহ্বান জানায়। 

বিক্ষোভের সময় গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধে করছে এমন সমালোচনা করে বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রতি সুইডিশ সরকারের সমর্থনেরও তীব্র নিন্দা জানান।

পরে বিক্ষুব্ধ জনতা "ইসরায়েল বয়কট করুন" এবং "গণহত্যা বন্ধ করুন" স্লোগান দিয়ে শহরের কেন্দ্রস্থল অভিমূখে মিছিল নিয়ে যায়। 

এর আগেও  বেশ কয়েকটি ইউরোপীয় দেশে বিক্ষোভকারীরা অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ করেছে। সেসময় তারা তাদের সরকারের অবস্থান এবং ইসরায়েলের প্রতি সমর্থনের নিন্দা জ্ঞাপন করেছিলেন। 

৭ অক্টোবর থেকে ইসরাইল পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলার পাশপাশি ইসরায়েল বাহিনী গাজা উপত্যকায় গণহত্যা সংঘটিত করে আসছে। বাদ যাচ্ছে না নবজাত শিশু থেকে শুরু করে নারীরাও। 

যুদ্ধ শুরুর পর থেকে দখলকৃত ভূখণ্ড জুড়ে ইসরায়েলি বসতি স্থাপনকারী সৈন্যবাহিনী নির্বিচারে হত্যা চালানো শুরু করে। 

গাজায় এ পর্যন্ত প্রায় ১৬ হাজারেরও বেশি মানুষ গণহত্যার শিকার হয়েছেন। এছাড়াও ৪০ হাজার আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে। জানা গেছে, গাজার অবরুদ্ধ এলাকায় ৭০ শতাংশ নারী ও শিশু ইসরায়েলি হামলার শিকার হয়েছেন। 

সূত্র: পার্স টুডে 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫