Logo
×

Follow Us

আন্তর্জাতিক

প্রজাতন্ত্র দিবস

মোদির আমন্ত্রণের পরও ভারতে আসছেন না বাইডেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ২০:৪৩

মোদির আমন্ত্রণের পরও ভারতে আসছেন না বাইডেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি- সংগৃহীত

আগামী বছর ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। ওইদিনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু ভারতে আসছেন না বাইডেন।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সরকারি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত সফরে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট। 

২০২৪ সালের ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার কথা ছিল বাইডেনের। এছাড়া জানুয়ারি মাসেই রাজধানী নয়া দিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা চলছিল। বাইডেন যখন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসবেন তখনই এই চতুর্দেশীয় নিরাপত্তা সংগঠনের পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করার কথা ছিল। কোয়াডে আছে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। 

কিন্তু, এখন বাইডেন সফর বাতিল করায় সেই শীর্ষ সম্মেলনও স্থগিত হয়ে গেছে। সূত্র জানিয়েছে, ২০২৪ সালের অন্য কোনো সময় এই সম্মেলনের প্রস্তাব রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে বাইডেন আসতে পারছেন না তা ওই রিপোর্টে স্পষ্ট করা হয়নি।

সূত্র- হিন্দুস্তান টাইমস

HIGHLIGHTS

  • Write your highlight point


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫