Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেনে ইইউ সহায়তার ৫০ বিলিয়ন ইউরো আটকে দিল হাঙ্গেরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩

ইউক্রেনে ইইউ সহায়তার ৫০ বিলিয়ন ইউরো আটকে দিল হাঙ্গেরি

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ব্রাসেলসে ইউক্রেনে সহায়তায় অবরোধ ঘোষণা করে। ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশই ইউক্রেনকে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছে। তবে ইউক্রেনের ইইউ সদস্যভুক্ত হওয়ার বিষয়ে চুক্তি নিয়ে আলোচনার কয়েক ঘণ্টা পর দেশটির জন্য ইইউ সহায়তার ৫০ বিলিয়ন ইউরো আটকে দিয়েছে হাঙ্গেরি।    

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ব্রাসেলসে আলোচনার পর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইউক্রেনে অতিরিক্ত অর্থ প্রদানে ভেটো দেওয়া হচ্ছে।

ইইউ নেতারা বলেছেন, ইউক্রেনের জন্য সাহায্যের বিষয়ে আলোচনা আগামী বছরের শুরুতে আবারও শুরু হবে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেন অনেকটাই ইইউ ও মার্কিন অর্থায়নের ওপর নির্ভরশীল।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইউক্রেন ও মলদোভাকে ইইউ এর সদস্যপদ দেওয়া এবং জর্জিয়াকে প্রার্থীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেন ইইউ নেতারা। এরপরই অরবান ইউক্রেনে সহায়তায় অবরোধ ঘোষণা করে।

হাঙ্গেরি দীর্ঘদিন ধরে ইউক্রেনের ইইউ সদস্য হওয়ার বিরোধিতা করেছে, কিন্তু সেই পদক্ষেপে ভেটো দেয়নি। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলের একজন মুখপাত্র বলেছেন, চুক্তিটি সর্বসম্মত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউ সদস্যপদ প্রদানের আলোচনার সিদ্ধান্তকে তার দেশ এবং ইউরোপের জন্য ‘জয়’ উল্লেখ করে স্বাগত জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫