Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেনকে সদস্য করতে রাজি ইইউ, ‘নাখোশ’ রাশিয়া

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৩

ইউক্রেনকে সদস্য করতে রাজি ইইউ, ‘নাখোশ’ রাশিয়া

ইইউতে যোগ দিতে বাধা নেই ইউক্রেনের। ছবি- সংগৃহীত

ইউক্রেন এবং মলদোভার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় নেতারা। গতকাল বৃহস্পতিবার (১৪) ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ইইউ-এর এই সিদ্ধান্তকে তার দেশ এবং ইউরোপের ‘জয়’ হিসেবে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের একজন মুখপাত্র জানিয়েছেন চুক্তিটি সর্বসম্মত ছিল।

দীর্ঘদিন ধরে কিয়েভের সঙ্গে শুরু হওয়া আলোচনার বিরোধিতা করে আসছে হাঙ্গেরি। তবে এই পদক্ষেপে এবার কোনও ভেটো দেয়নি দেশটি।

বিবিসি বলছে, ভোটাভুটির সময় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মুহূর্তের মধ্যেই কক্ষ ত্যাগ করেন। একে পূর্ব সম্মতি ও গঠনমূলক পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন কর্মকর্তারা। এসময় বাকি ২৬ নেতা ভোট দিয়ে এগিয়ে যান।

ইইউ-এর এ ঘোষণায় বেশ খুশি হয়ে জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, এটি ইউক্রেনের জন্য একটি বিজয়। সমগ্র ইউরোপের জন্য একটি বিজয়। এটি এমন একটি বিজয় যা অনুপ্রাণিত ও শক্তিশালী করে।

এদিকে, ইউক্রেনের সদস্যপদ আলোচনা শুরু করার রাজনৈতিক সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে মন্তব্য করেছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, এ আলোচনা কয়েক দশক ধরে চলতে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

পেসকভ বলেন,ইইউতে যোগদানের জন্য আলোচনা কয়েক বছর বা কয়েক দশক ধরে চলতে পারে। ইউরোপীয় ইউনিয়নের যোগদানের জন্য কঠোর মানদণ্ড রয়েছে এবং এটি স্পষ্ট যে, এই মুহূর্তে ইউক্রেন বা মলদোভা কেউই এই মানদণ্ড পূরণ করে না।

তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং তা স্পষ্ট। এই দেশগুলোর জন্য সমর্থন প্রদর্শন করতে চায় ইইউ। তবে এ জাতীয় নতুন সদস্যরা ইইউকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইইউর ন্যায় একই মহাদেশে বাস করায় বিষয়টি আমরা অবশ্যই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।

সূত্র- বিবিসি, রয়টার্স

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫